সহ [ saha ] অব্য. সঙ্গে, সহিত (সৈন্যসহ)।
☐ বিণ.
1 (পদের শেষে) সহ্য করতে পারে এমন (ভারসহ, স্পর্শসহ);
2 (বাং.) সহযোগী; সহকারী (সহ-সম্পাদক)।
[সং. √ সহ + অ]।
সহকর্মী (-র্মিন্) বিণ. বি. একত্রে বা একপ্রকারে কর্মকারী, colleague.
সহকারী (-রিন্) বিণ. সহকর্মী; কর্মে সাহায্যকারী, assistant.
সহকারিতা বি. সহায়তা (সকলের সহকারিতা)।
বিণ. (স্ত্রী.) সহকারিণী।
সহকারে ক্রি-বিণ. সঙ্গে, সহিত (ভক্তিসহকারে); সাহায্যে (বুদ্ধিসহকারে)।
সহগ বিণ. বি. সঙ্গে যায় এমন; সঙ্গী।
সহগমন বি. 1 সঙ্গে বা একত্রে গমন; 2 সহমরণ।
সহগামী (-মিন্) বিণ. সহগমণকারী; সঙ্গী।
বিণ. (স্ত্রী.) সহগামিনী।
সহচর, সহচারী (-রিন্) বিণ. বি.
1 একত্রে বা সঙ্গে বিচরণকারী;
2 সঙ্গী, সাথি, সখা।
বিণ. বি. (স্ত্রী.) সহচরী, সহচারিণী।
সহজাত বিণ.
1 একসময়ে জাত, এক গর্ভোত্পন্ন;
2 জন্মের সঙ্গে সঙ্গে লব্ধ (সহজাত সংস্কার, কর্ণের সহজাত কবচকুণ্ডল)।
সহতা বি. সহ্য করার ক্ষমতা (যুক্তসহতা=যুক্তিযুক্ততা, যৌক্তিকতা)।
সহধর্মী (-র্মিন্) বিণ. বি. সমান ধর্মবিশিষ্ট (লোক)।
সহধর্মিণী বি. (স্ত্রী.) পত্নী, ভার্যা।
সহপাঠী (-ঠিন্) বিণ.
1 সতীর্থ, একত্রে এক গুরুর কাছে অধ্যয়নকারী;
2 এক শ্রেণিতে অধ্যয়নকারী।
বিণ. স্ত্রী. সহপাঠিনী।
সহবাস বি.
1 একত্রে বাস;
2 পতি-পত্নীরূপে বাস;
3 রতিক্রিয়া।
সহমরণ বি. স্বামীর শবের সঙ্গে এক চিতায় জীবনত্যাগ; একত্রে মরণ, অনুমরণ।
সহমৃতা বিণ. (স্ত্রী.) মৃত পতির সঙ্গে চিতায় আরোহণের ফলে মৃতা।
সহযাত্রী (-ত্রিন্) বিণ. একত্রে গমনকারী, সহগামী।
বিণ. স্ত্রী. সহযাত্রিণী।
সহযায়ী (-য়িন্) বিণ. সহগামী।
Leave a Reply