সর্ব [ sarba ] বিণ.
1 সব, সকল;
2 সম্পূর্ণ।
☐ বি.
1 বিষ্ণু;
2 শিব;
3 নিখিল বিশ্ব, বিশ্বমানব, সর্বব্যাপী সত্তা (‘আমারে ফিরায়ে লহ সেই সর্ব মাঝে’: রবীন্দ্র)।
[সং. √ সর্ব + অ]।
সর্বসহ বিণ. সব-কিছু সহ্য করে এমন।
সর্বংসহা বিণ. (স্ত্রী.) সব-কিছু সহ্যকারিণী (সর্বসংহা পৃথিবী)।
☐ বি. পৃথিবী।
সর্বকনিষ্ঠ বিণ. বয়সে সবচেয়ে ছোটো।
সর্বকর্ম বি. সমস্ত কাজ।
সর্বকালীন বিণ. সকল যুগের সম্বন্ধে প্রযোজ্য, চিরন্তন (সর্বকালীন আদর্শ)।
সর্বগ, সর্বগামী (-মিন্) বিণ. সর্বত্র গমনকারী।
স্ত্রী. সর্বগা, সর্বগামিনী।
সর্বগত বিণ. সর্বব্যাপী, সর্বত্রস্হিত।
সর্বগুণনিধি, সর্বগুণাধার বিণ. সমস্তরকম গুণের অধিকারী।
সর্বগ্রাস বি. (বাং.) সম্পূর্ণ আত্মসাত্; পূর্ণগ্রাস।
সর্বগ্রাসী (-সিন্) বিণ. সমস্ত কিছু গ্রাস করে বা করতে পারে এমন (সর্বগ্রাসী ক্ষুধা)।
স্ত্রী. সর্বগ্রাসিনী।
সর্বজন বি. সমস্ত নরনারী (‘সর্বজনে নারি তুষিবারে’)।
সর্বজনীন বিণ.
1 সকলের পক্ষে হিতকর, সকলের জন্য কৃত অনুষ্ঠিত বা উদ্দিষ্ট;
2 বারোয়ারি (সর্বজনীন পূজা, সর্বজনীন প্রচেষ্টা)।
বি. সর্বজনীনতা।
সর্বজয়া বি.
1 অগ্রহায়ণমাসে পালনীয় মেয়েদের ব্রতবিশেষ;
2 পুষ্পবৃক্ষবিশেষ;
3 (বাং.) দুর্গা।
সর্বজ্ঞ বিণ. সমস্ত-কিছু জানে এমন, সবজান্তা।
সর্বত অব্য. ক্রি-বিণ. সকল প্রকারে দিকে বা বিষয়ে, সম্পূর্ণরূপে।
সর্বতোভদ্র বি.
1 সর্ববিষয়ে মঙ্গলজনক কর্ম;
2 শুভকর্মে অঙ্কিত চতুষ্কোণ মণ্ডল বা আলপনাবিশেষ;
3 চতুর্দিকে দ্বারযুক্ত গৃহবিশেষ;
4 প্রাচীন ভারতের যুদ্ধব্যুহবিশেষ;
5 নবদুর্গার ও শিবের মূর্তিযুক্ত নগর;
6 চিত্রকাব্যবিশেষ;
7 (জ্যোতিষ.) শুভাশুভ-জ্ঞানার্থ মণ্ডলবিশেষ।
সর্বতোভাবে ক্রি-বিণ. সকল প্রকারে।
সর্বতোমুখ বিণ. সকল দিকে মুখবিশিষ্ট, সর্বদিগ্বর্তী।
☐ বি.
1 শিব;
2 ব্রহ্মা;
3 আত্মা;
4 জল;
5 আকাশ।
স্ত্রী. সর্বতোমুখা, সর্বতোমুখী (সর্বতোমুখী প্রতিভা, সর্বতোমুখী প্রভুতা)।
সর্বত্যাগী বিণ.
1 সমস্তকিছু ত্যাগ করেছে এমন;
2 সর্ববিষয়ে বিরাগী।
সর্বত্র ক্রি বিণ. সমস্ত স্হানে কালে দিকে বা বিষয়ে।
সর্বথা অব্য. ক্রি-বিণ. সমস্ত স্হানে কালে দিকে বা বিষয়ে।
সর্বথা অব্য. ক্রি-বিণ. সর্বপ্রকারে।
সর্বদর্শী (-র্শিন) বিণ. সমস্তকিছু দেখতে পারেন বা দেখেন এমন।
☐ বি. ঈশ্বর।সর্বদা অব্য. ক্রি. বিণ. সকল সময়ে।
সর্বদেশীয় বিণ.
1 সমস্ত দেশ সম্বন্ধীয়;
2 সমস্ত দেশের প্রতি প্রযোজ্য।
সর্বধর্ম বি. সমস্ত রকমের ধর্ম; সকল পালনীয় আচার-আচরণ ও করণীয় কাজকর্ম।
সর্বনাম (-মন্) বি.
1 (ব্যাক.) বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা যায়;
2 যে ‘নাম’ বা শব্দ সকলের সম্বন্ধে প্রযোজ্য।
সর্বনাশ বি.
1 সমূহ বিনাশ;
2 ঘোর অনিষ্ট;
3 ভীষণ বিপদ।
সর্বনাশা, সর্বনেশে বিণ. সর্বনাশকারী (সর্বনাশা ভেদবুদ্ধি, সর্বনেশে প্রস্তাব)।
স্ত্রী. (বাং.) সর্বনাশী।
সর্বনাশী (-শিন্) বিণ. সর্বনাশকারী।
স্ত্রী. সর্বনাশিনী।
সর্বনিয়ন্তা (-ন্তৃ) বিণ. বি. সমস্তকিছুর নিয়ন্ত্রণকারী; ঈশ্বর।
স্ত্রী. সর্বনিয়ন্ত্রী।
সর্বপ্রকার বিণ. সমস্তরকম।
সর্বপ্রকারে ক্রি-বিণ.
1 সমস্তরকমে;
2 সর্বভাবে;
3 সমস্ত উপায়ে;
4 সব দিক দিয়ে।
সর্বপ্রথম বিণ. প্রথম; সর্বাগ্রবর্তী।
সর্বপ্রথমে ক্রি-বিণ. সবার আগে; প্রথমে।
সর্বপ্রধান বিণ. সকলের মধ্যে শীর্ষস্হানীয়।
সর্বপ্রযত্ন বি. সমস্তরকম চেষ্টা।
সর্বপ্রিয় বিণ. সকলের প্রিয়।
সর্ববাদিসম্মত বিণ. সমস্তপ্রকার মতাবলম্বীরা যাতে সম্মতি দিয়েছে এমন; সমস্ত লোক কর্তৃক স্বীকৃত।
সর্বব্যাপী (-পিন্) বিণ. সর্বত্র ব্যাপ্ত বা বিদ্যমান।
স্ত্রী. সর্বব্যাপিনী।
সর্বভক্ষ, সর্বভক্ষ্য, সর্বভুক (-ভুজ্) বিণ. সমস্ত কিছুই খায় এমন।
সর্বভূত বি. সমস্ত প্রাণী (সর্বভূতে দয়া)।
সর্বমঙ্গলা বি. (সকলের মঙ্গ লকারিণী) দুর্গাদেবী।
সর্বমঙ্গল্য বিণ. সর্বশুভকর।
স্ত্রী. সর্বমঙ্গল্যা।
সর্বময় বিণ. সর্বাত্মক, সর্বব্যাপী; একমাত্র (সর্বময় কর্তা); সর্বেসর্বা।
☐ বি. ঈশ্বর।
স্ত্রী. সর্বময়ী।
সর্বলোক বি.
1 সমগ্র সৃষ্টি বা ব্রহ্মাণ্ড;
2 সকল ব্যক্তি, সর্বজন।
সর্বশ (-শস্), (বর্জি.)সর্বশঃ অব্য. ক্রি-বিণ. সর্বপ্রকারে।
সর্বশক্তিমান (-মত্) বিণ. সকল প্রকার শক্তির অধিকারী।
☐ বি. ঈশ্বর।
সর্বশুদ্ধ ক্রি-বিণ. সবসমেত; মোট।
সর্বশ্রেষ্ঠ বিণ. সকলের চেয়ে উত্কৃষ্ট, সর্বোত্তম; সর্বপ্রধান।
স্ত্রী. সর্বশ্রেষ্ঠা।
সর্বসমক্ষে ক্রি-বিণ. সব লোকের সামনে।
সর্বসম্মত বিণ. সকলের অনুমোদিত।
সর্বসম্মতি বি. সকলের অনুমোদন।
সর্বসম্মতিক্রমে ক্রি-বিণ. সকলের মতানুসারে বা অনুমোদনে।
সর্বসাধারণ বি. সর্বজন, উচ্চ-নীচ নর নারী, সমস্ত লোক।
সর্বসিদ্ধি বি. সকল প্রকার সাফল্য বা অভীষ্টপূরণ।
সর্বস্ব বি. সমস্ত সম্পদ বা সম্বল।
সর্বস্বান্ত বিণ. সমস্ত সম্পদ হারিয়েছে এমন, সর্বনাশগ্রস্ত (সর্বস্বান্ত হওয়া)।
সর্বাঙ্গ বি. সমস্ত শরীর।
সর্বাঙ্গ সুন্দর বিণ. সমস্ত শরীরে কোথাও খুঁত নেই এমন; নিখুঁত, সম্পূর্ণ সুন্দর বা ত্রুটিহীন।
সর্বাঙ্গীণ বিণ. 1 সর্বাঙ্গব্যাপী; 2 পূর্ণাঙ্গ; সম্পূর্ণ (সর্বাঙ্গীণ কুশল, সর্বাঙ্গীণ ঐক্য)।
সর্বাণী বি. (স্ত্রী.) সর্ব অর্থাত্ শিবের স্ত্রী, দুর্গাদেবী।
সর্বাতিরিক্ত বিণ. সবচেয়ে বেশি।
সর্বাত্মক বিণ.
1 সর্বত্র বা সব-কিছুতে প্রসারিত (সর্বাত্মক ধর্মঘট);
2 অবাধ। সর্বাদৃত বিণ. সকলের নিকট বা সর্বত্র আদরপ্রাপ্ত।
সর্বাধার বি. সকল প্রাণী ও পদার্থের আধার বা আশ্রয়; ঈশ্বর।
সর্বাধিকারী (-রিন্) বিণ.
1 সকল বিষয়ে অধিকারসম্পন্ন;
2 সার্বভৌম কর্তৃত্বসম্পন্ন;
3 বাঙালি হিন্দুদের পদবিবিশেষ।
সর্বাধ্যক্ষ বি. সকলের ও সবকিছুর কর্তা।
সর্বানুভূত বিণ. সকলে উপলব্ধি করেছে এমন।
সর্বানুভূতি বি. সকল বিষয়ের উপলব্ধি।
সর্বান্তর্যামী (-মিন্) বিণ. যিনি সকলের অন্তরে অবস্হান করেন এবং মনের কথা জানেন।
সর্বাবস্হায় ক্রি-বিণ. সকল অবস্হায়।
সর্বার্থ বি. সকল অভীষ্ট বা প্রয়োজন।
সর্বার্থসাধক বিণ. সমস্ত অভীষ্ট বা প্রয়োজন পূর্ণ করে এমন।
বিণ. স্ত্রী. সর্বার্থসাধিকা।
সর্বার্থসিদ্ধি বি. সমস্ত রকমের অভীষ্টলাভ।
সর্বালংকারভূষিতা বিণ. সমস্ত রকম গহনাদি-পরা।
সর্বাশী (-র্শিন্) সর্বভুক।
সর্বেশ্বর বি. বিণ.
1 সকলের বা সব-কিছুর প্রভু;
2 সার্বভৌম;
3 শিব।
সর্বেসর্বা বিণ. সকলের ও সবকিছুর একমাত্র কর্তা, সর্বময় কর্তা, সর্বপ্রধান।
সর্বৈব ক্রি-বিণ. পুরোপুরি, সম্পূর্ণ (কথাটা সর্বৈব মিথ্যা)।
সর্বোত্তম বিণ. সর্বাপেক্ষা উত্কৃষ্ট।
সর্বোত্তর বিণ.
1 সকলের অপেক্ষা অধিক;
2 সর্বপ্রধান।
☐ (বাং.) বি. উত্তরদিকে সর্বপেক্ষা দূরবর্তী স্হান।
সর্বোপরি অব্য. সকলের উপর।
সর্বোপায়ে ক্রি-বিণ. সমস্ত উপায়ে।
সর্বৌষধি বি. সমস্ত ওষধি।
Leave a Reply