সম্মুখ [ sammukha ] বি. অভিমুখ, সমুখ, সমক্ষ (তার সম্মুখে)।
☐ বিণ.
1 অভিমুখী; সামনের (সম্মুখ পথ);
2 মুখোমুখি (সম্মুখ যুদ্ধ)।
[সং. সম্ + মুখ]।
সম্মুখগতি বি. সামনের দিকে এগিয়ে যাওয়া, এগোনো, সামনের দিকে গতি।
সম্মুখগামী (-মিন) বিণ. সামনের দিকে যাচ্ছে এমন।
সম্মুখীন বিণ. সম্মুখে উপস্হিত, সম্মুখস্হ (কঠিন পরিস্হিতির সম্মুখীন)।
সম্মুখবর্তী (-র্তিন্) বিণ. সামনে রয়েছে এমন।
স্ত্রী. সম্মুখবর্তিনী।
সম্মুখযুদ্ধ বি. মুখোমুখি লড়াই।
Leave a Reply