সম্ভব [ sambhaba ] বি. (সং.)
1 জন্ম, উত্পত্তি (কুমারসম্ভব);
2 সম্ভাবনা।
☐ বিণ.
1 জাত, উত্পন্ন;
2 (বাং.) যা হতে পারে, সম্ভাবনাযুক্ত (ঘটা সম্ভব, আমার পক্ষে সম্ভব নয়)।
[সং. সম্ + √ ভূ + অ]।
সম্ভবে ক্রি. (কাব্যে) সম্ভবপর হয় (একত্র থাকা সম্ভবে না)।
সম্ভবত (-তস্) অব্য. হয়তো।
সম্ভবপর বিণ. যা ঘটতে বা করা যেতে পারে (কোনো মতেই সম্ভবপর নয়)।
সম্ভবাতীত বিণ. অসম্ভব, সম্ভাবনাহীন।
Leave a Reply