সমুদ্র [ samudra ] বি. পৃথিবীর অধিকাংশ স্হান জুড়ে রয়েছে যে লবণাক্ত ঊর্মিল জলরাশি; সাগর, সিন্ধু, বারিধি, অর্ণব, পারাবার, জলধি, রত্নাকর।
[সং. সম্ + √ উন্দ্ + র]।
সমুদ্রগর্ভ বি. সমুদ্রের তলদেশ।
সমুদ্রতট, সমুদ্রতীর বি. সমুদ্রের কূল, সমুদ্রের ধারের স্হলভাগ।
সমুদ্রপথ বি. যাতায়াতের জন্য ব্যবহৃত সমুদ্র।
সমুদ্রমন্হন বি. অমৃত আহরণার্থ মন্দরপর্বতকে দণ্ড এবং শেষনাগকে রজ্জুরূপে ব্যবহার করে দেবাসুর কর্তৃক সমুদ্রজলের আলোড়ন।
সমুদ্রমেখলা বিণ. সমুদ্র যাকে মেখলার ন্যায় পরিবেষ্টন করে আছে এমন (সমুদ্রমেখলা পৃথ্বী)।
☐ বি. পৃথিবী।
সমুদ্রযাত্রা বি. জাহাজে চড়ে সমুদ্রপথে যাওয়া।
সমুদ্রযান বি. অর্ণবপোত, জাহাজ।
সমুদ্রহৃদয় বিণ. (আল.) উদারমনা, যার হৃদয় বা মন (সমুদ্রের মতো) বিরাট।
সমুদ্রে ঝাঁপ দেওয়া ক্রি. বি. (আল.) কঠিন বিপদের সম্মুখীন হওয়া।
Leave a Reply