সমান [ samāna ] বিণ.
1 সদৃশ, তুল্য, একরূপ (দুজনের চেহারা সমান, তোমার সমান বুদ্ধি);
2 অভিন্ন (দুটি দ্রব্যেরই মূল্য সমান);
3 একটানা, সমানভাবে (সে সমানে দাঁড়িয়ে রইল);
4 ঋজু, সোজা (লাইন সমান করা);
5 সমতল (ছাদ পিটে সমান করা)।
[সং. সম্ + আ + √ অন্ + অ]।
সমান-সমান বিণ.
1 তুল্যমূল্য;
2 তুল্যবলশালী;
3 সদৃশ, অভিন্ন।
সমানাধিকরণ বি. একজাতীয় সাধারণ গুণ, যাতে সমানজাতীয় কোনো পদার্থেরই ভিন্নভাব থাকে না।
☐ বিণ. 1 আশ্রয়স্হল বা অবস্হা এক এমন; 2 (ব্যাক.) বিশেষ্যবিশেষণ সম্বন্ধযুক্ত এবং এক এক বা অভিন্ন বিভক্তিবিশিষ্ট।
সমানাধিকার বি. রাষ্ট্রে ধনিদরিদ্র-জাতিধর্মনির্বিশেষে সমস্ত নাগরিকের সমান অধিকার বা ক্ষমতা।
Leave a Reply