সমাধি [ samādhi ] বি.
1 পরমাত্মার মধ্যে জীবাত্মার নিবেশ, চিত্তবৃত্তির নিরোধপূর্বক স্বরূপে অবস্হিতি;
2 বাহ্যজ্ঞানহীন ধ্যানের চরম অবস্হা;
3 সম্পূর্ণরূপে ঈশ্বরে চিত্ত-সমর্পণ;
4 গভীর তন্ময়তা;
5 সমাধান;
6 কবর দেওয়া;
7 কবর, গোর।
[সং. সম্ + আ + √ ধা + ই]।
সমাধিক্ষেত্র, সমাধিস্হল, সমাধিস্হান বি. গোরস্হান, কবরখানা।
সমাধিপ্রস্তর বি. কবরের উপরে স্হাপিত স্মৃতিপ্রস্তর।
সমাধিমগ্ন, সমাধিস্হ বিণ. সমাধিতে নিমগ্ন, বাহ্যজ্ঞানরহিত হয়ে ধ্যানরত।
সমাধিমন্দির বি. কবরের উপরে নির্মিত স্মৃতিমন্দির।
সমাধিস্তম্ভ বি. কবরের উপরে নির্মিত স্মৃতিস্তম্ভ।
Leave a Reply