সমাজ [ samāja ] বি.
1 পরস্পরের সহযোগিতায় অবস্হানকারী মানুষের সংঘ (সমাজে মিলেমিশে বাস করতে হয়);
2 একজাতীয় প্রাণীর দল বা যুথ (পশুসমাজ, পক্ষীসমাজ);
3 জাতি, সম্প্রদায় (ক্ষত্রিয়সমাজ, শিখসমাজ);
4 সংঘ, সভা;
5 কালক্রমাগত ব্যবস্হা (সমাজবিরুদ্ধ আচরণ);
6 (বাং.) বৈষ্ণবদের সমাধিস্হান।
[সং. সম্ + √ অজ্ + অ]।
সমাজচ্যুত বিণ. সামাজিক অধিকার থেকে বঞ্চিত, একঘরে, সমাজঠেলা।
সমাজতত্ত্ব বি. মানবসমাজের ইতিহাস গঠনপ্রণালী উন্নতিবিধান প্রভৃতি সম্বন্ধীয় শাস্ত্র, sociology.
সমাজতাত্ত্বিক বিণ.
1 সমাজবিজ্ঞানে পণ্ডিত;
2 সমাজতত্ত্বসম্বন্ধীয়, sociological.
সমাজতন্ত্র বি. সমাজভূক্ত সফল ব্যক্তির হিতার্থে (ভূমি ও কলকারখানা প্রভৃতি) উত্পাদনের সহায়ক সমস্ত কিছুই রাষ্ট্রের হাতে ন্যস্ত হওয়া উচিত; এই মতবাদমূলক রাষ্ট্রশাসনব্যবস্হা, socialism.
সমাজতন্ত্রী (-ন্ত্রিন্) বিণ.
1 সমাজতন্ত্রের মতবাদ বিশ্বাস ও সমর্থন করে এমন, socialist;
2 সমাজতন্ত্রের নীতি অনুসারী, socialistic.
সমাজপতি বি.
1 গ্রাম বা সম্প্রদায়ের সামাজিক বিধিনিয়মের প্রধান সংরক্ষক, সমাজের নেতা;
2 ব্রাহ্মণের উপাধিবিশেষ।
সমাজবদ্ধ বিণ. একত্রে সমাজে বাসকারী।
সমাজবন্ধু বি. সমাজের উপকার করে এমন ব্যক্তি।
সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞানী (-নিন্)-যথাক্রমে সমাজতত্ত্ব ও সমাজতাত্ত্বিক -এর অনুরূপ।
সমাজবিদ্যা বি. সমাজতত্ত্ব -র অনুরূপ।
সমাজবিধি বি. সমাজের আইনকানুন।
সমাজবিরোধী (-ধিন্) বিণ.
1 সমাজজীবনের পক্ষে বিপজ্জনক;
2 আইনশৃঙ্খলাভঙ্গকারী;
3 দুষ্কৃতকারী।
সমাজব্যবস্হা বি. সমাজের গঠন বা নিয়ম।
সমাজশাসন বি. সমাজের বিধিনিয়ম।
সমাজসংস্কার বি. সমাজের দোষত্রুটি দূরীকরণ।
সমাজসংস্কারক বিণ. সমাজসংস্কারকারী।
সমাজসেবা বি. জনগণের কল্যাণসাধন।
সমাজহিতৈষী (-ষিন্) বিণ. সমাজবদ্ধ মানুষের মঙ্গলকামী।
Leave a Reply