সমবায় [ samabāẏa ] বি.
1 মিলন (নানা গুণের সমবায়, বিভিন্ন বস্তুর সমবায়ে গঠিত);
2 নিত্য সম্বন্ধ (অবয়ব ও অবয়বীর সমবায়);
3 একত্র হওয়ার বুদ্ধি ও প্রয়াস (রাষ্ট্রিক সমবায়);
4 সমবেত বা যৌথ কর্মপ্রচেষ্টা, coopera tion.
[সং. সম্ + অব + √ ই + অ]।
সমবায় সমিতি — পরস্পরকে সাহায্য করার জন্য যৌথভাবে গঠিত ও পরিচালিত ব্যবসায় প্রতিষ্ঠান, cooperative society.
সমবায়ী (-য়িন্) বিণ.
1 সমবেত বা যৌথ কর্মপ্রচেষ্টাযুক্ত;
2 নিত্যসম্বন্ধী;
3 উপাদানস্বরূপ।
Leave a Reply