শনি [ śani ] বি.
১. সূর্যপুত্র;
২. অশুভ বলে পরিচিত গ্রহবিশেষ (শনির দশা);
৩. সপ্তাহের বারবিশেষ;
৪. (আল.) শত্রু. সর্বনাশকারী।
[সং. √ শো + অনি]।
শনির দশা – শনিগ্রহের ভোগফল; দূরবস্হা।
শনির দৃষ্টি (আল.) অতি দুঃসময় বা দুর্দশা।
শনিবার বি. সপ্তাহের সপ্তম বা শেষ দিন-শনিদেব এই দিনের অধিদেবতা বলে জ্ঞাত।
Leave a Reply