যুগ [ yuga ] বি.
১. বারো বত্সর কাল
২. সত্য ত্রেতা দ্বাপর ও কলি এই চার পৌরাণিক কাল-বিভাগ;
৩. আমল, সময় (আকবরের যুগে);
৪. বিশিষ্ট লক্ষণ দ্বারা চিহ্নিত কাল পরিমাণ (প্রাচীন যুগ);
৫. জোয়াল (যুগন্ধর);
৬. জোড়া, যুগল (পদযুগ);
৭. চারহাত পরিমাণ মাপ।
[সং. যুজ্ + অ]।
যুগক্ষয়, যুগান্ত বি.
১. যুগের অবসান
২. প্রলয়কাল।
যুগধর্ম বি.
১. যুগোপযোগী ধর্ম;
২. নির্দিষ্ট যুগের বৈশিষ্ট্য বা লক্ষণ বা ঝোঁক
৩. কালোচিত আচার-আচরণ (যুগধর্ম না মেনে উপায় নেই)।
যুগন্ধর বি.
১. জোয়ালের সঙ্গে যুক্ত বা সংলগ্ন কাঠ;
২. লাঙলের ঈষা বা গাড়ির বোম;
৩. (আল.) একটি বিশেষ যুগের প্রবর্তক বা প্রতিনিধি।
যুগলক্ষণ বি. কোনো বিশেষ যুগের বৈশিষ্ট।
যুগসন্ধি বি. যে-সময়ে এক যুগের অবসান এবং অন্য যুগের সূচনা হয়, transition.
যুগান্তকারী (-রিন্) বিণ. নতুন যুগের সৃষ্টিকারী, অতি গুরুত্বপূর্ণ (যুগান্তকারী ঘটনা)।
যুগান্তর বি. অন্য যুগ (যুগ থেকে যুগান্তর)।
যুগযুগান্তর বি. নানা যুগ, বহু যুগ।
যুগাবতার বি.
১. কোনো যুগের শ্রেষ্ঠ ধর্মীয় প্রবক্তা বা নেতা
২. যুগের অবতার।
যুগোপযোগী বিণ. নির্দিষ্ট যুগের পক্ষে উপযুক্ত।
Leave a Reply