যুগল [ yugala ] বি.
১. একজোড়া (যুগলমিলন)
২. দুটি (নয়নযুগল)।
☐ বিণ. যুগ্ম (যুগল মূর্তি)।
[সং. যুগ + ল]।
যুগলবন্দি বি. দুই সংগীতশিল্পীর দ্বৈত গান বা দ্বৈত (সচ. বিভিন্ন) বাদ্যবাদন।
যুগলমূর্তি বি. একসঙ্গে দুই জনের (সচ. দুই) দেবতার মূর্তি (রাধাকৃষ্ণের বা হরপার্বতীর যুগলমূর্তি)।
Leave a Reply