যাত্রা [ yātrā ] বি.
১. গমন (তীর্থযাত্রা, পদযাত্রা);
২. প্রস্হান, নির্গমন, রওনা (বাড়ি থেকে যাত্রা করা);
৩. অতিবাহন, যাপন, নির্বাহ (জীবনযাত্রা, সংসারযাত্রা);
৪. দেবতার উত্সববিশেষ (ঝুলনযাত্রা, দোলযাত্রা);
৫. (বাং.) দৃশ্যপটহীন চারদিক খোলা মঞ্চে নাটকাভিনয়বিশেষ (যাত্রার দল);
৬. দফা, বার (এ যাত্রা বেঁচে গেলে);
৭. মিছিল (শোভাযাত্রা)।
[সং. √ যা + ত্র + আ]।
যাত্রাবদল বি. যে-স্হান থেকে যাত্রা আরম্ভ হয়েছিল সেইস্হানে ফিরে এসে নতুন করে যাত্রারম্ভ।
Leave a Reply