তুমি আমার এমনি একজন
যারে এক জনমে ভালোবেসে
ভরবে না এ মন
এক জনমের ভালোবাসা
এক জনমের কাছে আসা
একটু চোখের পলক পড়তে
লাগে যতক্ষণ
ভালোবাসার সাগর তুমি
বুকে অথৈ জল
তবু পিপাসাতে আঁখি
হয়রে ছলছল
আমার মিলনে বুঝি গো জীবন
বিরহে মরণ
বিরহে মরণ
প্রাণের প্রদীপ হয়ে তুমি
জ্বলছ নিশিদিন
কোন মোহরে শোধ হবে গো
এত বড় ঋণ
আমার ভালোবাসার ফুলে তোমার
ভরাবো চরণ
তুমি আমার এমনি একজন..
মনের কথা বলে ধ্যবাদ এই সুন্দর গানটির জন্য।
মনের কথা বলে thanks এই সুন্দর গানটির জন্য।
This song is tuned by Ahmed Imtiaz Bulbul.
nice
nice song
gan ti onek nice akti gan…….