আকুল [ ākula ] বিণ.
১. ব্যগ্র, উত্কন্ঠিত (আকুল আহ্বান, আকুল প্রতীক্ষা);
২. অস্হির;
৩. অসংবৃত, আলুলায়িত।
[সং. আ + √কুল্ + অ]।
বি. আকুলতা।
আকুলা–ক্রি. আকুল হওয়া।
আকুলিত–বিণ. আকুল হয়েছে এমন।
আকুলিবিকুলি–বি. অতিশয় ব্যাকুলতা (খবরটা পাওয়ার জন্য সে আকুলি-বিকুলি করছে)।
ক্রি-বিণ. অতি আকুলভাবে।
আকুলিব্যাকুলি–আকুলিবিকুলি-র রূপভেদ।
আকুলীকৃত–বিণ. আকুল করা হয়েছে এমন।
আকুলিভূত–বিণ.আকুল হয়ে উঠেছে এমন।
Leave a Reply