আঁধার [ ān̐dhāra ], আঁধারি, আন্ধার– বি. অন্ধকার, আলোকের অভাব (‘ও আমার আঁধার ভালো’:রবীন্দ্র)।
বিণ. নিরালোক, আলোকহীন (‘আঁধার রাতে একলা পাগল’: রবীন্দ্র)।
[সং. অন্ধকার]।
আঁধারা–ক্রি. অন্ধকার করা।
আঁধারি–বি. অন্ধকার (আলো-আঁধারি)।
আঁধার ঘরের মানিক–বি. দুঃখের জীবনে বা সংসারে একমাত্র সুখের বস্তু; অত্যন্ত প্রিয়জন।
মুখ আঁধার করা–ক্রি. বি. মুখ গোমড়া করা, অখুশি হওয়া।
Leave a Reply