শ্যামকালিয়া সুনাবন্ধু রে তুমি আমার আদরের ধন।
তুমি আমার আমি তোমার জানে সর্বজন।।
কত কোটি আরাধনায় যে বন্ধু পাইয়াছি তোমারে
এস আমার হৃদমাকারে কর প্ৰেম জ্বালা নিবারণ।
তুমি যদি ছাড় বন্ধুরে আমি না ছাড়িব
তোমার চরণ ধরি ত্যেজিব পরান।।
ভেবে রাধারমণ বলে রে শান্ত কর মন
তোমারে লইয়া কোলে হয় যেন মরণ।।
পাঠান্তর গো : তুমি আমার > বন্ধু; কত কোটি >বহু তোমারে > এখন; এস … হৃদমাঝারে-> ওরে আইস আমার হৃদ মন্দিরে, তুমি যদি… পরান > × × শান্ত কর মন > বন্ধু পাইয়াছি এখন।
পূর্ববর্তী:
« শ্যামকালিয়া আইনে দেখা, বন্ধু বিনে প্ৰাণ যায় না রাখা
« শ্যামকালিয়া আইনে দেখা, বন্ধু বিনে প্ৰাণ যায় না রাখা
পরবর্তী:
শ্যামকে আনো দেখি গো সখি »
শ্যামকে আনো দেখি গো সখি »
Leave a Reply