যেথা রামধনু ওঠে হেসে, আর ফুল ফোটে ভালবেসে
বল তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে ||
যেথা সব তিথি মধুতিথি, মধুরাতে জেগে থাকে নিতি
মন যেন প্রজাপতি হয়ে পাখা মেলে দিয়ে চলে ভেসে ||
যেথা শুধু আলো শুধু আশা সারাবেলা করে কানাকানি |
চির চেনা হয়ে পাশে থেকে হায় মনে মনে জানাজানি |
যেথা হাতখানি হাতে বাঁধা, বেনুবীনা একই সুরে সাধা
তাই যত কথা বলা বাঁকী, যায় গান হয়ে তারই রেশে ||
কথা- গৌরীপ্রসন্ন মজুমদার
সুর – রবীন চট্টোপাধ্যায়
শিল্পী- তালাত মাহমুদ
এই গানখানি রচয়িতা শ্যামল গুপ্ত, গানের সুর করেছেন ভি বালসারা | কেন ভুল তথ্য পরিবেশন করছেন
এই গানখানি রচয়িতা শ্যামল গুপ্ত, গানের সুর করেছেন ভি বালসারা | কেন ভুল তথ্য পরিবেশন করছেন
https://youtu.be/256cYS7JPGQ কোনটা ভুল বুঝতে পারছি না দয়া করে সঠিক তথ্যটা জানাবেন
ধন্যবাদ বিষয়টি নজরে আনার জন্য। আমরা নিশ্চিত হয়ে সংশোধন করে দেব।
This song is one of my fabricatesong of talat Mahmood.