খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতই আছো…
নাকি অনেকখানি বদলে গেছ?
এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পূজার ফুল তুলে…
পূজার ছলে আমারই কথা ভাবো বসে ঠাকুর ঘরে?
এখনো কি সন্ধ্যা বেলা
আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে…
অনেক অভিমানে চোখ দু’টো কি জলে ভরে?
এখনো কি রাত নিঝুম হলে
শরৎকাহিনী পাশে খোলা পড়ে থাকে…
ব্যাকুল তিয়াসে আমারই পিয়াসে অন্তর কেঁদে মরে?
গীতিকার: মুক্তি রায়চৌধুরী
সুরকার: প্রভাস দে
কণ্ঠ: প্রবোধ চন্দ্র দে (মান্না দে)
khub bhalo lyric.ata amr khu preo gaan.
thx
nice collection.
e proshnogulo korbo tomar kase shuvo
করেছেন?
বাণীতে ভুল আছে।
গীতিকার: মুক্তি রায়চৌধুরী
সুরকার: প্রভাস দে
কণ্ঠ: প্রবোধ চন্দ্র দে (মান্না)
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতই আছো…
নাকি অনেকখানি বদলে গেছ?
এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পূজার ফুল তুলে…
পূজার ছলে আমারই কথা ভাবো বসে ঠাকুর ঘরে?
এখনো কি সন্ধ্যা বেলা
আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে…
অনেক অভিমানে চোখ দু’টো কি জলে ভরে?
এখনো কি রাত নিঝুম হলে
শরৎকাহিনী পাশে খোলা পড়ে থাকে…
ব্যাকুল তিয়াসে আমারই পিয়াসে অন্তর কেঁদে মরে?
ধন্যবাদ।