আমার শরীর জুড়ে পোকা
আগুন আমার মা
সে এসে গ্রহণ করে সকল সাম্রাজ্য
আমার শরীর জুড়ে পোকারা বৃত্তকায়
নৃত্য করে চলেছে
আগুন আমার মা
সে এসে পুড়িয়ে দেয় সমস্ত পোকাদের মর্মমূল
মা আমার ধীরে ধীরে রক্তলাল লোহা হয়ে ওঠে
আগুনের দেশে নেবে এই মন্ত্রে জেগে উঠি আমি
আমার অগ্নিমাতা সমস্ত ক্ষরণ শুষে নিয়ে
আমাকে পবিত্র করে
দেহ-মনে-শরীরে-আত্মায়
আমার দুঃখকে ঘুম পাড়িয়ে রেখে
সে ফুল ফোটায় সমস্ত সৌরমণ্ডলে
মহাকাশে, বিশ্বব্রহ্মাণ্ডে, মহাকালের
স্তনকুসুম জুড়ে জুড়ে…
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০৫, ২০১০
Leave a Reply