এইটা তোমার গান
তুমি লোড শেডিংএ চাঁদের আলোর সর
তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর
আয়না ভরা দিন
রূপ সায়রের জল
আলগা ছুটির রোদ
রক্ত ঝলমল তোমায় দিলাম
এই খাতার ভাজে গাছের পাতার নাম
এইটা তোমার গান
তুমি নরম ঠোঁটে স্বেচ্ছা ব্যাথার নীল
তুমি অন্যমনে একলা পাখির ঝিল
আয়না ভরা দিন
রূপ সায়রের জল
আলগা ছুটির রোদ
রক্ত ঝলমল তোমায় দিলাম
এই মায়ার পশম হাত দেবার আরাম
এইটা তোমার গান
ঐ আঁচল ঘেরা বৃষ্টি ছাটের ঘ্রান
রেখে মেঘের শিশু গিয়েছে ভাসান
——————-
ব্যান্ড – চন্দ্রবিন্দু
এ্যলবাম – জুজু
অসাধারণ লিরিক…