বড় সাধ জাগে, একবার তোমায় দেখি
কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি।।
স্মৃতির জানালা খুলে চেয়ে থাকি
চোখ তুলে যতটুকু আলো আসে, সে আলোয় মন ভরে যায়।।
আমার এই অন্ধকারে কত রাত কেটে গেলো
আমি আঁধারেই রয়ে গেলাম।।
তবু ভোরের স্বপ্ন থেকে সেই ছবি
যাই এঁকে রঙে রঙে সুরে সুরে, ওরা যদি গান হয়।।
This song is so excellent & evergreen melody.
Thanks for your song.
আমার খুব ভালো লাগে এই গান
অসাধারণ গান চিরদিন মনে রাখার মতো
Expressive song
writer’s name pls?