নাইনা গ্রহের জাতীয় সমাধিক্ষেত্র যে সমাধিটিতে ফুল দেবার জন্য দূর-দূরান্ত থেকে এখনো মানুষ এবং নীলমানবেরা নিয়মিতভাবে উপস্থিত হয়, সেই সমাধিটি মহীয়সী রিরার। জনশ্রুতি আছে তার একক প্রচেষ্টায় চতুর্থ সহস্রাব্দের গোড়ার দিকে মানুষ এবং নীলমানবের বিরোধের সমাপ্তি ঘটে। মানুষ এবং নীলমানবেরা এখনো গভীর আগ্রহ এবং ভালবাসা নিয়ে এই মহীয়সী মহিলার কথা স্মরণ করে।
পূর্ববর্তী:
« ১২. তিতির পাখির মাংস
« ১২. তিতির পাখির মাংস
আমার কাছে নায়ীরা গল্পটা টাইপ করা আছে। লাগবে নাকি?
মেইল করে দিলে বাধিত হব। [email protected] (মেইল করে ফেসবুক পেজে একটা মেসেজ দিয়ে দিবেন দয়া করে। ধন্যবাদ।)
কাশেম বিন আবুবাকার এর সবগুলো বই যদি আপলোড করতেন তাহলে খুবই উপকৃত হতাম
মাসুদ রানা সিরিজের বইগুলা দিলে ভালো হয়।
Right
অনেক সুন্দর ছিল।