৫. নাম-পরিচিতি

নাম-পরিচিতি

অর্মাদের পরিবার। বিলাতের একটি বন্ধু পরিবার।

অরুণী। অরুণেন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পুত্র।

আত্মারাম। ডাঃ আত্মারাম পাণ্ডুরঙ, বোম্বাইয়ের খ্যাতনামা মরাঠী চিকিৎসক।

ইরাবতী । সৌদামিনী দেবীর জ্যেষ্ঠা কন্যা।

Oliphant। জনৈক উচ্চপদস্থ ইংরাজ সরকারি কর্মচারী।

কমলা দেবী। জ্ঞানেন্দ্রমোহন ঠাকুরের পত্নী।

কর্তা, কর্তামশায়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।

কিশোরী। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির জনৈক কর্মচারী।

কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় । সুবিখ্যাত খ্ৰীস্টান পাদরী, কৃষ্ণমোহন বন্ধ্যোপাধ্যায়।

কৃষ্ণকমল। কৃষ্ণকমল ভট্টাচার্য, উনবিংশ শতাব্দীর খ্যাতনামা পণ্ডিত ও সাহিত্যসেবী।

কৃষ্ণধন। কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়; প্রসিদ্ধ সংগীতজ্ঞ, গীতসূত্রসারের লেখক।

কেশববাবু। ব্ৰহ্মানন্দ কেশবচন্দ্র সেন।

কৈলাস মুখুজ্জে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির জনৈক সরকার।

ক্ষেত্র। ক্ষেত্রমোহন দত্ত।

খণ্ডেরাও। বন্ধুস্থানীয উচ্চপদস্থ মরাঠী সরকারি কর্মচারী।

গুরুচরণ কবিরাজ। সেকালে ঠাকুরবাড়ির একজন গৃহ-চিকিৎসক।

গোবিন্দ। গোবিন্দ বিঠ্‌ঠল কড়্‌কডে, জনৈক মরাঠী অধ্যাপক বন্ধু।

গোস্বামী, গোঁসাই। ক্ষেত্রমোহন গোস্বামী।

চারুচন্দ্র মিত্র, নিলকমল মিত্রের পুত্র। চারুচন্দ্র এলাহাবাদে জননায়ক ও রাজনৈতিক কর্মীরূপে প্রতিষ্ঠা অর্জন করিয়াছিলেন।

জানকী। জানকীনাথ ঘোষাল, স্বর্ণকুমারী দেবীর স্বামী।

জ্যোতি। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথের পঞ্চম পুত্র।

তারক। তারকনাথ পালিত। দিদিমা। মহৰ্ষির খুড়শাশুড়ি।

নীতীন্দ্র। নীতীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় পুত্র।

নীলকমল মিত্র। এলাহাবাদ বালী নীলকমল মিত্র মহর্ষি ও ব্রাহ্মসমাজের বিশেষ অনুরাগী ছিলেন। এলাহাবাদে ইঁহার উদ্যোগে ব্রাহ্মসমাজের কাজ চলিত।

নূতন। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।

নেণ্ডু। সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়, সৌদামিনী দেবীর পুত্র।

প্রসন্ন বিশ্বাস । জোড়াসাঁকো ঠাকুরবাড়ির জনৈক সরকার।

‘বন্ধু’। মনোমোহন ঘোষের স্ত্রী।

বর্ণ। বর্ণকুমারী, মহর্ষি দেবেন্দ্রনাথের কন্যা।

বিবি। ইন্দিরা দেবী চৌধুরানী।

বীরেন্দ্র। বীরেন্দ্রনাথ ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথের চতুর্থ পুত্র।

বেলী। ইংরাজ চিকিৎসক।

ব্রজমামা। মহর্ষি দেবেন্দ্রনাথের শ্যালক।

মনো, মনোমোহন। মনোমোহন ঘোষ, সত্যেন্দ্রনাথ ঠাকুরের অভিন্নহৃদয বন্ধু, বিলাতে সত্যেন্দ্রনাথের সহযাত্রী। ইনি রাজনীতিজ্ঞ ও ব্যারিস্টাররূপে খ্যাতিলাভ কবিযাছিলেন।

Miss Chuckervutty। অ্যানি চক্রবর্তী, ডাঃ স্বর্যকুমার চক্রবর্তীর কন্যা।

মেজদাদা। গিরীন্দ্রনাথ ঠাকুবের পুত্র গণেন্দ্রনাথ ঠাকুর।

Mabel Dutt। বিলাত-প্রবাসী ক্ষেত্রমোহন দত্তের কন্যা।

যদু। যদুনাথ মুখোপাধ্যায; শরৎকুমারী দেবীর স্বামী।

রবি। রবীন্দ্রনাথ ঠাকুর।

রাজেন্দ্রবাবু। পারিবারিক চিকিৎসক।

রাধাকান্ত দেব। উনবিংশ শতাব্দীর সুবিখ্যাত শিক্ষাব্রতী ও সমাজসেবী।

Lord Lister। সুবিখ্যাত ইংরাজ বিজ্ঞানী এবং শস্ত্র-চিকিৎসক। শস্ত্র-চিকিৎসায় অ্যান্টিসেপ্টিক-এব ব্যবহার প্রবর্তন করেন।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *