সেই পদ্মপাতাখানি

সেই পদ্মপাতাখানি ছুঁয়ে আছি তবু।
যতই ফুঁ দাও ঝড়ে নেভাতে পারবে না
মোমের আগুন।

এত ভূল কর কেন যোগে ও বিয়োগে?
ত্রিশূলের কতটুকু ক্ষমতা ক্ষতির?
নির্বাসনদণ্ড দিয়ে মুকুট কেড়েছ,
তবু দেখ পৃথিবীর পাসপোর্ট আত্মীয় করেছে।

আমার পতাকা উড়ছে
পাখিদের স্বাধীনতা ছুঁয়ে।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *