সাম্প্রতিক দিনকালগুলি

অনেক বিষয় নিয়ে লেখা হল। তাহলে কি বাকী?
রমনী বিষয়ে ঢের পাঁচালি হয়েছে, আর নয়।
আজকাল ফুলেরাও লজ্জা পায় স্তবস্তুতি শুনে।
মাকড়শা বা বাদুড়ের আতঙ্কজনক সব নৈপুন্যও জানা হয়ে গেছে মানুষের।
আগেকের চেয়ে ঢের মশা মাছি মোসাহেব বেড়েছে এখন।
নদী কি বেড়েছে একটিও? অথবা পাহাড়?
বরং আগের চেয়ে স্নেহভালোবাসাহীন হয়ে গেছে জল।
সূর্য আজ ভীষণ একাকী।
নিজের সাতটি ঘোড়া চলে গেছে সাতদিকে
আদা ছোলা ঘাস খুঁজে নিতে।
বেয়াড়া হয়েছে বটে সামপ্রতিক দিনকালগুলি।
হৃতসর্বস্বের মতো পার্লামেন্ট ফাঁকা করে রেখে
তার সব চেয়ারেরা মাঠে চরে। এবং চনচনে
ভোরের আলোর মধ্যে নেমে আসে চক্রান্ত গোধূলী।
আমরা মাছটি খাবো। আঁশ খাবে জনসাধারণ
মহামান্যদের মুখে এই সবই সবচেয়ে শুদ্ধতম সংলাম এখন।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *