1 of 2

সাত মাসের শোকগাঁথা

সাত মাসের শোকগাঁথা

অপরাধীরা বড় নিশ্চিন্তে যাপন করছে তাদের জীবন,
ধাপ্পাবাজি, ধর্মব্যবসা, সবকিছুই দেদার চলছে,
বুক ফুলিয়ে পাড়ায় হাঁটছে,
আরও কী কী অপরাধ করা যায়, তার মতলব আঁটছে,
অপরাধীরা চমৎকার আছে ভারতবর্ষে,
তাদের গায়ে টোকা দেওয়ার দুঃসাহস কারও নেই।

তারা অন্যায় করেছে বলে, শাস্তি তারা নয়, আমি পাচ্ছি,
আমি শাস্তি পাচ্ছি যেহেতু তারা আমার বিরুদ্ধে অন্যায় করেছে।
তারা আমাকে দেশ ছাড়ার হুমকি দিয়েছে বলে,
আমাকে দেশ ছাড়তে বাধ্য করার ব্যবস্থা চলছে সাতমাস ধরে।
আমাকে হত্যা করার বেআইনি ফতোয়া জারি করেছে বলে,
দেশের আইন ভেঙেছে বলে, তারা নয়, শাস্তি পাচ্ছি আমি!

অপরাধ করিনি বলে এখনও অপেক্ষা করছি।
দেখছি হেঁচকা টান দিয়ে নিরপরাধের
গোটা জীবনটা তুলে কোথাও কোনও অজ্ঞাতস্থানে
ঝুলিয়ে রাখতে কতদিন পারে দেশ!
দেখছি একশ কোটি মানুষের দেশের
কতদিন লাগে অবশেষে মানবিক হতে।

এ দেশ আমার পূর্বপুরুষ বা পূর্বনারীর মাতৃভূমি বলে নয়,
এরই জল-হাওয়ায় আমার বেড়ে ওঠা বলে নয়,
এরই সংস্কৃতি আমাকে সমৃদ্ধ করেছে বলে নয়।
আমি মানুষ বলে দাবি, মানুষের হয়ে দাবি–
ভারতবর্ষকে ভালোবেসে এই দাবি–
অপরাধীকে শাস্তি-না-দেওয়া যদি নীতি হয়, হোক,
নিরপরাধকে নির্যাতন করার নীতি যেন না হয় এ-দেশের।

২৪.০২.০৮

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *