যাবার দিন এই কথাটি
বলে যেন যাই–
যা দেখেছি যা পেয়েছি
তুলনা তার নাই৷
এই জ্যোতিসমুদ্র-মাঝে
যে শতদল পদ্ম রাজে
তারি মধু পান করেছি
ধন্য আমি তাই–
যাবার দিনে এই কথাটি
জানিয়ে যেন যাই৷
বিশ্বরূপের খেলাঘরে
কতই গেলেম খেলে,
অপরূপকে দেখে গেলেম
দুটি নয়ন মেলে৷
পরশ যাঁরে যায় না করা
সকল দেহে দিলেন ধরা।
এই খানে শেষ করেন যদি
শেষ করে দিন তাই–
যাবার বেলা এই কথাটি
জানিয়ে যেন যাই৷
When Europe went to war british soldier Wilfred Owen from the trenches bade farewell to his mother quoting Gitanjali:
“When I go from hence, let this be my parting word, that what I have seen is unsurpassable”
Owen’s mother wrote to me in August 1920! Think of the mothers!