ভাঙা বাড়ি। চারিদিকে ঘাস।
এখানে কি কেউ বাস করে?
জড়বুদ্ধি ক্রোধ, হাহাকার
জমে জমে পিণ্ড হয় ঘরে
বন্ধু না–বন্ধুর জ্যান্ত লাশ
হাত নাড়ে জানলার ভিতরে
জানলার এপারে লম্বা ঘাস
পোকামাকড়ের ঝাঁক চলাচল করে!
ভাঙা বাড়ি। চারিদিকে ঘাস।
এখানে কি কেউ বাস করে?
জড়বুদ্ধি ক্রোধ, হাহাকার
জমে জমে পিণ্ড হয় ঘরে
বন্ধু না–বন্ধুর জ্যান্ত লাশ
হাত নাড়ে জানলার ভিতরে
জানলার এপারে লম্বা ঘাস
পোকামাকড়ের ঝাঁক চলাচল করে!