বিকলতা
শেফালী অঙ্গুলি তব গণ্ডে মম বিচরে কৌতুকে;
সুশীতল মুক্তিস্নানে নিমন্ত্রণ করে নিষ্পলক,
অকূল, পিঙ্গল আঁখি; অসংবৃত, কপিশ অলক
চুম্বন বিথারি যায় লঘু স্পর্শে আমার চিবুকে;
কম্প্র কুসুমাস্ত্র যেন, অধরের অঞ্চিত কার্মুকে
বিরল গুঞ্জনধ্বনি টংকারিছে, মথি কল্পলোক;
বিলাসবিহ্বল দেহে উপেক্ষিত লজ্জার বালক,
যূথীগন্ধসনে মিশে, রোমাঞ্চ বিস্তারে মোর বুকে।।
কক্ষের সংযত সজ্জা, হেমন্তের পক্ক পত্ৰ-সম,
আস্বচ্ছ বসন তব, দরদের বলি শুভ্র ভালে,
ভিন্ন ভিন্ন অবয়ব মনে আছে; শুধু নিরুপম
অখণ্ড আননখানি সীমাশূন্য শূন্যে যে লুকালে॥
তাই আজি তব স্মৃতি, মগ্নতরী জঞ্জালের মতো,
সহে না আশার ভার, করে, হায়, বিদ্রূপে বিব্ৰত।।
১৪ জুন ১৯২৯