ওগো , শোনো কে বাজায় ! বনফুলের মালার গন্ধ বাঁশির তানে মিশে যায়। অধর ছুঁয়ে বাঁশিখানি চুরি করে হাসিখানি , বঁধুর হাসি মধুর গানে প্রাণের পানে ভেসে যায় । ওগো শোনো কে বাজায় ! কুঞ্জবনের ভ্রমর বুঝি বাঁশির মাঝে গুঞ্জরে , বকুলগুলি আকুল হয়ে বাঁশির গানে মুঞ্জরে । যমুনারই কলতান কানে আসে , কাঁদে প্রাণ , আকাশে ঐ মধুর বিধু কাহার পানে হেসে চায় ! ওগো শোনো কে বাজায় !