2 of 4

ফুলের মতন আপনি ফুটাও গান

ফুলের মতন আপনি ফুটাও গান,
হে আমার নাথ, এই তো তোমার দান।
ওগো        সে ফুল দেখিয়া আনন্দে আমি ভাসি,
আমার বলিয়া উপহার দিতে আসি,
তুমি        নিজ হাতে তারে তুলে লও স্নেহে হাসি,
দয়া করে প্রভু রাখো মোর অভিমান।

তার পরে যদি পূজার বেলার শেষে
এ গান ঝরিয়া ধরার ধুলায় মেশে,
তবে        ক্ষতি কিছু নাই– তব করতলপুটে
অজস্র ধন কত লুটে কত টুটে,
তারা        আমার জীবনে ক্ষণকালতরে ফুটে,
চিরকালতরে সার্থক করে প্রাণ।

৯ আষাঢ়, ১৩১৭

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *