প্রার্থনা
[গান]
এসো যুগ-সারথি নিঃশঙ্ক নির্ভয়। এসো চির-সুন্দর অভেদ অসংশয়। জয় জয়। জয় জয়। এসো বীর অনাগত বজ্র-সমুদ্যত। এসো অপরাজেয় উদ্ধত নির্দয়। জয় জয়। জয় জয়। হে মৌনী জন-গণ- বেদনা-বিমোচন- যুগ-সেনানায়ক! জাগো জ্যোতির্ময়। জয় জয়। জয় জয়। ওঠে ক্রন্দন ওই, এসো বন্ধন-জয়ী। জাগে শিশু, মাগে আলো, এসো অরুণোদয়। জয় জয়। জয় জয়।
কলিকাতা
১ আশ্বিন ১৩৩২