নির্মল তরুণ উষা, শীতল সমীর, শিহরি শিহরি উঠে শান্ত নদীনীর। এখনো নামে নি জলে রাজহাঁসগুলি, এখনো ছাড়ে নি নৌকা সাদা পাল তুলি। এখনো গ্রামের বধূ আসে নাই ঘাটে, চাষি নাহি চলে পথে, গোরু নাই মাঠে। আমি শুধু একা বসি মুক্ত বাতায়নে তপ্ত ভাল পাতিয়াছি উদার গগনে। বাতাস সোহাগস্পর্শ বুলাইছে কেশে, প্রসন্ন কিরণখানি মুখে পড়ে এসে। পাখির আনন্দগান দশ দিক হতে দুলাইছে নীলাকাশ অমৃতের স্রোতে। ধন্য আমি হেরিতেছি আকাশের আলো, ধন্য আমি জগতেরে বাসিয়াছি ভালো।