পাবো প্রেম কান পেতে রেখে

বড় দীর্ঘতম বৃক্ষে ব’সে আছো, দেবতা আমার ।
শিকড়ে, বিহ্বল প্রান্তে, কান পেতে আছি নিশিদিন
সম্ভ্রমের মূল কোথা এ-মাটির নিথর বিস্তারে ;
সেইখানে শুয়ে আছি মনে পড়ে, তার মনে পড়ে ?

যেখানে শুইয়ে গেলে ধীরে-ধীরে কত দূরে আজ !
স্মারক বাগানখনি গাছ হ’য়ে আমার ভিতরে
শুধু স্বপ্ন দীর্ঘকায়, তার ফুল-পাতা-ফল-শাখা
তোমাদের খোঁড়া-বাসা শূন্য ক’রে পলাতক হলো ।

আপনারে খুঁজি আর খুঁজি তারে সঞ্চারে আমার
পুরানো স্পর্শের মগ্ন কোথা আছো ? বুঝি ভুলে গেলে ।
নীলিমা ঔদাস্যে মনে পড়ে নাকো গোষ্ঠের সংকেত ;
দেবতা সুদূর বৃক্ষে, পাবো প্রেম কান পেতে রেখে ।

2 Comments
Collapse Comments
প্রত্যুষ July 17, 2012 at 4:54 pm

দয়া করে কিছু টাইপো বা মুদ্রন প্রমাদ দেখে নিন । এই সব মহতী কবিতায় , টাইপের ভুল বড্ডো পীড়াদায়ক ।

ধিরে = ধীরে / খোঁডা = খোঁড়া / ঔদাস্তে = ঔদাস্যে ।।

এই মানের কবিতা পোস্টের জন্যে , ধন্যবাদ জানাই ।।

Bangla Library (Administrator) January 6, 2013 at 6:00 am

ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *