পণ্ডশ্রম (অভ্যস্ত লজ্জার ছল, আচারের ব্যর্থ ব্যবধান)

পশুশ্রম

অভ্যস্ত লজ্জার ছল, আচারের ব্যর্থ ব্যবধান
ভৈরব রভসে হানি, যে-প্রেরণা ফুরাল নিমেষে,
সীমাশূন্য অনন্তের ঘূর্ণ্যমান ক্ষুব্ধ নিরুদ্দেশে
আবার কখনও, প্রিয়ে, পাওয়া যাবে কি তার সন্ধান

সেই যে পাটল চাওয়া, সাঙ্গ লগ্নে বিস্ফারি নয়ান,
নির্বাক কাকুতিটুকু পণ্ডশ্রম অন্তিম আশ্লেষে,
অসম্পূর্ণ পরিচয় অসমাপ্ত দিবসের শেষে,
সে-সবের জন্য, জানি, স্মৃতির অমৃতে নেই স্থান।।

পুনর্মিলনের আশা? সে কেবল প্রেমার্ত কল্পনা;
সপ্তসিন্ধুপরপারে, অদর্শনে আমার বসতি;
দুর্বল বুভুক্ষু দেহ; প্রতিশ্রুতি দয়ার্দ্র বঞ্চনা;
বসন্ত বার্ষিক পান্থ; ফাল্গুনী সুলভ হেথা, সতী।।

আমার বিদেশী নাম বাধে তব অবাধ্য জিহ্বায়;
বৃথা ও-স্মারক চিহ্ন, চিরতরে নিতেছি বিদায়।।

৩০ জুন ১৯২৯

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *