2 of 3

নাম তার ভেলুরাম ধুনিচাঁদ শিরত্থ

নাম তার ভেলুরাম ধুনিচাঁদ শিরত্থ,
ফাটা এক তম্বুরা কিনেছে সে নিরর্থ।
সুরবোধ-সাধনায়
ধুরপদে বাধা নাই,
পাড়ার লোকেরা তাই হারিয়েছে ধীরত্ব–
অতি-ভালোমানুষেরও বুকে জাগে বীরত্ব॥

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *