দিনশেষ

               ভাঙা অতিথশালা । 
       ফাটা ভিতে অশথ - বটে 
               মেলেছে ডালপালা । 
       প্রখর রোদে তপ্ত পথে 
       কেটেছে দিন কোনোমতে , 
       মনে ছিল সন্ধ্যাবেলায় 
               মিলবে হেথা ঠাঁই— 
       মাঠের'পরে আঁধার নামে , 
       হাটের লোকে ফিরল গ্রামে , 
       হেথায় এসে চেয়ে দেখি 
               নাই যে কেহ নাই । 
  
       কত কালে কত লোকে 
               কত দিনের শেষে 
       ধুয়েছিল পথের ধুলা 
               এইখানেতে এসে । 
       বসেছিল জ্যোৎস্নারাতে 
       স্নিগ্ধ শীতল আঙিনাতে , 
       কয়েছিল সবাই মিলে 
               নানা দেশের কথা । 
       প্রভাত হলে পাখির গানে 
       জেগেছিল নূতন প্রাণে , 
       দুলেছিল ফুলের ভারে 
               পথের তরুলতা । 
  
       আমি যেদিন এলেম সেদিন 
               দীপ জ্বলে না ঘরে , 
       বহু দিনের শিখার কালি 
               আঁকা ভিতের'পরে । 
       শুষ্কজলা দিঘির পাড়ে 
       জোনাক ফিরে ঝোপে ঝাড়ে , 
        ভাঙা পথে বাঁশের শাখা 
               ফেলে ভয়ের ছায়া— 
       আমার দিনের যাত্রা - শেষে 
       কার অতিথি হলেম এসে ! 
       হায় রে বিজন দীর্ঘ রাত্রি , 
               হায় রে ক্লান্ত কায়া ! 
Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *