2 of 3
জগদীশচন্দ্র বসু

জগদীশচন্দ্র বসু

বিজ্ঞানলক্ষ্মীর প্রিয় পশ্চিমমন্দিরে
           দূর সিন্ধুতীরে,
হে বন্ধু, গিয়েছ তুমি; জয়মাল্যখানি
          সেথা হতে আনি
দীনহীনা জননীর লজ্জানত শিরে
          পরায়েছ ধীরে।

বিদেশের মহোজ্জ্বল মহিমামণ্ডিত
          পণ্ডিতসভায়
বহু সাধুবাদধ্বনি নানা কণ্ঠরবে
          শুনেছ গৌরবে।
সে ধ্বনি গম্ভীরমন্দ্রে ছায় চারি ধার
          হয়ে সিন্ধু পার।
 
আজি মাতা পাঠাইছে অশ্রুসিক্ত বাণী
          আশীর্বাদখানি
জগৎসভার কাছে অখ্যাত অজ্ঞাত
          কবিকণ্ঠে ভ্রাতঃ!
সে বাণী পশিবে শুধু তোমারি অন্তরে
          ক্ষীণ মাতৃস্বরে।

৪ শ্রাবণ ১৩০৪

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *