ক্লান্ত আমি, ক্লান্ত আমি কর ক্ষমা,
মুক্তি দাও। হে এ-মরু তরুরে, প্ৰিয়তমা।
ছিন্ন কর এ গ্রন্থিডোর
রিক্ত হয়েছে চিত্ত মোর
নেমেছে আমার হৃদয়ে শ্রান্তি ঘন-অমা।
যে আসব ছিল তোমার পাত্রে,
শোষণ করেছি দিনে ও রাত্রে।
রসের সিন্ধু মন্থন শেষে,
গরল উঠেছে তব উদ্দেশে,
তুমি আর নিহ আমার অতীত, হে মনোরম।