ও কথা বোলো না সখি

ও কথা বোলো না সখি

ও কথা বোলো না সখি — প্রাণে লাগে ব্যথা —
আমি ভালোবাসি নাকো এ কিরূপ কথা!
কী জানি কী মোর দশা কহিব কেমনে
প্রকাশ করিতে নারি রয়েছে যা মনে —
পৃথিবী আমারে সখি চিনিল না তাই —
পৃথিবী না চিনে মোরে তাহে ক্ষতি নাই —
তুমিও কি বুঝিলে না এ মর্মকাহিনী
তুমিও কি চিনিলে না আমারে স্বজনি?

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *