উদ্‌ভ্রান্তি (সে-দিনে বৈশাখ)

উদ্‌ভ্রান্তি

সে-দিনে বৈশাখ
ধরেছিল ধ্বংসের পিনাক;
জমেছিল সর্বনাশ অনাথ অম্বরে;
তার পরে
ঘটেছিল কম্প্র তাপে অবরোহী আলোর বিকার;
শোষণে নিঃসার
সূর্য, শুষ্ক জবা-সম, উদ্যত কালীর বক্ষ হতে
খসেছিল আঁধি-ঢাকা প্রলয়ের পথে।
সঙ্গে সঙ্গে মহামৌনে কোটিকণ্ঠ নগরের শ্বাস
থেমেছিল; অহেতু সন্ত্ৰাস
নেমেছিল মোর প্রাণে; হয়েছিল মনে
অনাত্মীয় পরিবেশ ভাষাহীন প্রেতের ক্রন্দনে
উঠিতেছে গুমরি গুমরি।
ছিঁড়ে দড়াদড়ি,
ভয়ার্ত অশ্বের মতো, ছুটেছিল বিলুপ্তির পানে
আমার উন্মত্ত আত্মা মুমূর্ষার টানে।।

অকস্মাৎ
বাধা পেল অব্যর্থ সম্পাত;
তোমার আমার কক্ষ, সীমাবদ্ধ স্ব স্ব দেশ-কালে,
মিলে গেল ক্ষণতরে দৈবের খেয়ালে
নিরালম্ব শূন্যে আচম্বিতে
উপজিল স্বপ্নলোক; নক্ষত্রসংগীতে
শতধাবিভক্ত বিশ্ব পার্ষরিল বিরোধ, বিবাদ;
আমাদেরই চিত্তের প্রসাদ
সঞ্চরিল নগরীর বিভীষিকাবিক্ষুব্ধ মূর্ছায়—
জাগিল সে, প্রিয়স্পর্শে দয়িতার প্রায়,
ওষ্ঠে অনিশ্চিত হাসি, আঁখিকোণে সন্দিগ্ধ মির্মির
বিতরিল মন্দারের পরাগ সমীর;
চাহিলাম ঊর্ধ্বমুখে,
দেখিলাম অন্ধ তম ঝলমল স্বর্গের কৌতুকে :
তোমার নশ্বর কটি কথা
শুনাল সে-দিন মোরে অমৃতের পরম বারতা।।

সংশয় জেগেছে আজ বুকে;
আবার সম্মুখে
পুঞ্জিত হয়েছে আঁধা স্তরে স্তরে, স্তবকে স্তবকে;
নিরালোকে
অন্তর্হিত পুন ধ্রুবতারা;
সহচর কারা,
কেন্দ্রস্থলে সংকুচিত আত্মার ধিক্কার।
বারংবার
আতুর নয়ন তাই করে অন্বেষণ
কুটিল আমার মধ্যে তব বভ্রু কেশের মাতন,
অবাধ্য, উৎক্ষিপ্ত বহ্নি-সম;
তাই নিরাশ্রয় স্মৃতি খুঁজে মরে মরুর বাতাসে
অনুপম
সে-তনুর রতিপরিমল;
অক্ষম হতাশে
আবার দেখিতে চাই দরদের বলি সে-ললাটে।।

প্রযত্ন নিষ্ফল।
বৈনাশিক বুদ্ধি হানে করাঘাত ভঙ্গুর কবাটে;
সমস্বরে শূন্যবাদ দেখায় প্রমাণ
আকস্মিক সে-বিশ্বয় আপতিক অধৈর্যের দান,
নাই তাতে তিলার্ধ নির্দেশ—
অমর্ত্যের উপাদানে বিরচিত নয় সে-আবেশ;
অলকানন্দার আগমনী
শুনিনি সে-দিন কানে; গর্জেছিল আমারই ধমনী
বাঁধ-ভাঙা রিরংসার আবিল বন্যায়;
মরুবাসী বর্বরের প্রায়,
অনভ্যস্ত সুসময়ে লজ্জাবস্ত্র কাড়ি,
কুচকলি নিঙাড়ি নিঙাড়ি,
মিটায়েছিলাম তৃষ্ণা, সুধা ভেবে, পর্যুষিত ক্লেদে।
নেশা আজ কেটেছে নির্বেদে :
বিবিক্তিতে তাই
মুমূর্ষার প্রতিকার নাই।।

সে-দিনের সেই ইন্দ্রজাল,
সে আর কিছুই নয়, শুধু গণ্ডে গ্রীষ্মের গুলাল,
অসতর্ক ভুজভঙ্গে যদৃচ্ছ সুষমা?
তাই, নিরুপমা,
অসংলগ্ন স্মরণে কি ফিরে মোর অসংবদ্ধ গান,
প্রবাসে অজ্ঞাতলক্ষ্য পান্থের সমান?

৪ মার্চ ১৯৩১

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *