তুমি কেমন দয়াল জানা যাবে, তুমি কি আসবে না? কাঙাল বলে হেলা করে হৃদি মাঝে এসে হাসবে না? যে নিয়েছে তোমার শরণ, তারে দিলে অভয়-চরণ, আমি ডাকতে জানি নে বলে আমায় কি ভালবাসবে না? তুমি কি আসবে না। Bookmark Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেনPrevious Post:কুটিল কুপথ ধরিয়া দূরেNext Post:আহা, কত অপরাধ করেছি আমি
Leave a Reply