• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • সব বই
  • লেখক
  • সিরিজ
  • বইয়ের ধরণ
  • Login/Register
  • My Account →
  • সব বই
  • লেখক
  • সিরিজ
  • বইয়ের ধরণ
  • Login/Register
  • My Account →
  • বাংলা ডিকশনারি
  • বাংলা কৌতুক
  • বাংলা লিরিক্স
  • বাংলা রেসিপি
  • হেলথ টিপস এন্ড নিউজ

বাংলা নতুন/পুরাতন বইয়ের পিডিএফ ডাউনলোড/সন্ধান করতে আমাদের বাংলা পিফিএফ সাইটে ক্লিক করুন।

Bangla PDF

আহা কিবা মহিমা ও রাম নামের কিবা মহিমা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আহা কিবা মহিমা ও রাম নামের কিবা মহিমা

.              আহা কিবা মহিমা
.                        ও রাম নামের কিবা মহিমা
.                        ও রাম নামের কিবা মহিমা
(আমরা) স্বাধীন দেশের স্বাধীন মানুষ স্বাধীনভাবে থাকি
(আর) খিদের সময় পেটের ভেতর বালিশ ঘুঁজে রাখি
.              আহা কিবা মহিমা
.                        ও রাম নামের……ইত্যাদি
বাচ্চাটা খুব সাচ্ছা ছিল আচ্ছা খিদে ভুলল।
চিল্লে চিল্লে গিল্‌লে কচু, ভবের পটল তুলল।
.              আহা কিবা মহিমা
.                     ও রাম নামের …… ইত্যাদি
এই না হলে স্বাধীন দেশ আর সমাজতন্ত্রের খাঁচা—-
( আমরা ) টের পেয়েছি প্রাণপাখিটা যায়নি ছেড়ে খাঁচা
.              আহা কিবা মহিমা
.                        ও রাম নামের —— ইত্যাদি
বুকটা করে ঢিপিস্ ঢিপিস্ কাজেই বেঁচে আছি
ঠ্যাংটা আছে রাষ্ট্রগাড়ির চাকার কাছাকাছি
.              আহা কিবা মহিমা
.                       ও রাম নামের——— ইত্যাদি
ঘ্যাচাং করে কোন্ ফাঁকেতে হয়তো দেবে চেপ্ টে
স্বাধীন চাকায় অনন্ত কাল——-থাকতে পাব নেপ্ টে
.              আহা কিবা মহিমা
.                       ও রাম নামের——– ইত্যাদি
ওটা তোমার হয়ে যাবে——- ভোটটা মিটে গেলে
অতুল্য বিধান চক্র নয়তো কাঁচা ছেলে |
.             আহা কিবা মহিমা
.                       ও রাম নামের —— ইত্যাদি
( এইতো ) কেমন ধারা দেশটা ছিল, কেমন করে দিল
গরিব লোকের ধুচ্ নি কুলো, সব তো হরে নিল
.             আহা কিবা মহিমা
.                       ও রাম নামের ——- ইত্যাদি
( আমরা ) ভাত কাপড়ের কেউ না শুধু মন যোগানোর দাসী
তাইতো এমন সামাজতন্তোর বড্ডো ভালবাসি
.              আহা, কিবা মহিমা
.                       ও রাম নামের ——- ইত্যাদি
( এদের ) মুখেতে অহিংসা বুলি হাতে নারী রক্ত
( কত ) জুচ্চুরিতে হাত পাকায় আর মোটর হাঁকায় ভক্ত
.             আহা, কিবা মহিমা
.                       ও রাম নামের ——- ইত্যাদি
ধুলোবালি পাথর কাঁকর, বিকোয় চালের দরে
ফুটফুটে ওই ছেলেমেয়েরা ফুট্ পাথেতে মরে
.            আহা কিবা মহিমা
.                      ও রাম নামের ——– ইত্যাদি
( এরা ) সাতকে করে সতেরো আর নয়কে করে হয়গো
জয় জয় করতে করতে করে দিল ক্ষয় গো
.            আহা কিবা মহিমা
.                     ও রাম নামের ———- ইত্যাদি
চীন্ চীন্ করে করে চিনি চাল সাপ্ টায়
গোয়া থেকে সরে ছিল, সালাজারি ঝপটায়
.           আহা কিবা মহিমা
.                    ও রাম নামের ———- ইত্যাদি
( যখন ) লক্ষ লক্ষ ‘অবাধ্য’ লোক পড়তে গেল ঝাঁপিয়ে
( এরা  ) নিজেদের নামজাহির করে, চাপে পড়ে লাফিয়ে
.           আহা কিবা মহিমা
.                   ও রাম নামের ——– ইত্যাদি
বেরুবাড়ি কাঁড়ি কাঁড়ি মানুষের কান্না
মন্ তোরে উড়াইল, ধারে কাছে যান না
.           আহা কিবা মহিমা
.                   ও রাম নামের ——- –ইত্যাদি
শান্তিকামী বলে নিজের ঢাকে মারে কাঠি
ডালহৌসিতে চলল গুলি টিয়ারগ্যাস লাঠি
.           আহা কিবা মহিমা
.                   ও রাম নামের————ইত্যাদি
( যখন ) মজুর নামে ধর্মঘটে অভাবের কারণে
পুলিশ এসে প্যাঁদানি দেয় কে কার কথা শোনে
.           আহা কিবা মহিমা
.                   ও রাম নামের ——– ইত্যাদি
এই তো সেদিন হিন্দ্ মোটরে বাপ্ রে সে হাম্ লা
সমাজতান্ত্রিক ধাঁচার ঠেলা, পারিস তো কেউ সাম্ লা
.           আহা কিবা মহিমা
.                    ও রাম নামের ———ইত্যাদি
জমিন্ দারি এক্কেবারে চড়কগাছে তুলবে
চাষী একটু চাইলে মাটি ( তার ) বুকে গাব্বু খুলবে
.           আহা কিবা মহিমা
.                    ও রাম নামের———- ইত্যাদি
রাম রাজত্বে নক্সা তো আজ দেখ্ তিচি সক্ কোলে
রামায়ণের লেখা, যাচ্ছে উল্ টো কথা বলে
.           আহা কিবা মহিমা
.                    ও রাম নামের ——– ইত্যাদি
কৃষক -মজুর-প্রজা-রাজ আর ওই যে গণতন্ত্র
ওসব বচনগুলি কেবল পকেট মারার যন্ত্র
.           আহা কিবা মহিমা——– ইত্যাদি
আগে কি কেউ বুঝত এসব দামি দামি কথা
হবুচন্দ্র রাজার কৃপায় খুলছে এখন মাথা
.            আহা কিবা মহিমা
.                     ও রাম নামের —— ইত্যাদি
এই যাওয়া তো শেষের যাওয়া আর যেতে হবে না
পাঁচ বছরে যাওয়ার মতো কেউ বেঁচে রবে না
.            আহা কিবা মহিমা
.                     ও রাম নামের মহিমা ——-ইত্যাদি
হরিবোল, হরিবোল, হরিবোল বলো ভাই |

————-
গুরুদাস পাল

Category: ফোক গানTag: গুরুদাস পাল
Previous Post:প্রথম ছন্দে অধম বন্দে (বন্দনা)
Next Post:একি দুরাশা একি দুরাশা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ডিকশনারি

কৌতু্ক / জোকস

লিরিক

রেসিপি

বিবিধ রচনা

হেলথ

Download PDF


My Account

Facebook

top↑