সৃষ্টিকর্তার ঠিকানা
এক দরিদ্র অথচ ধর্মপ্রাণ ভিক্ষুক রোজগারের আশায় মসজিদের সামনে গিয়ে এক সপ্তাহ বসে রইলো। সপ্তাহান্তে তার রোজগার হল ৮০ টাকা মাত্র। এই সামান্য রোজগারে হতাশ হয়ে সে গিয়ে বসলো এবার এক মন্দিরের সামনে। সেখানে সপ্তাহান্তে রোজগার হল সাকুল্যে ৯০ টাকা। অধিক রোজগারের আশায় সে গীর্জার সামনে গিয়ে বসলো। সপ্তাহ শেষে রোজগার গিয়ে দাঁড়াল সর্বমোট ১০০ …