বিয়ের ১৪ বছর পরে এক মহিলা তার স্বামীর নামে মামলা করেছে, কোর্টে শুনানী চলছে, জজ সাহেব হাসি মুখে বললেন “আপনি যে কমপ্লেইন করেছেন স্বামীর বিরুদ্ধে সেটা কি ঠিক হলো”
মহিলা রেগে মেগে বললেন “ইউর অনার। বিয়ের আগে আমার বডি শেপ যা ছিলো বিয়ের পরে এ ভদ্রলোকের আদরে সব কিছুর বদল হয়ে গেছে, সব বলতে সব। তার আদর আর কেয়ারে বডি শেপের সাথে ওজন বেড়ে গেছে, এখন আর আমার স্বামীর আমাকে পছন্দ না, সে আমার সেই বিয়ের সময়কার বডিয়ালা মেয়েদের সাথে মিশে, ফষ্টি নষ্টি করে। ইউর অনার সে যা খুশী করুক আমি কিছু বলবো না, শুধু আমাকে যে এতো দিন নিজের ইচ্ছে মতো ব্যবহার করে আমার বডি শেপ নষ্ট করে দিছে সেটা ঠিক করে দিতে বলেন, আমিও তার চাইতে সুন্দর পুরুষের সাথে মিশবো।”
জজ সাহেব আজো সে কেসের রায় দিতে পারেন নি, পাছে তার বউ ও সেইম কেস করে বসে।
পূর্ববর্তী:
« বউকে মারাই সহজ
« বউকে মারাই সহজ
পরবর্তী:
বর্ডার পেরিয়ে গেছি »
বর্ডার পেরিয়ে গেছি »
Leave a Reply