বলতে পারো লিগাল আর লজিকাল কথাটির পার্থক্য।
এক ছাত্র উঠে বললেন, স্যার আপনার বয়স 60 বছর।আপনার স্ত্রী র বয়স 20। এটি লিগাল। কিন্তু লজিক্যাল নয়।
আর এক ছাত্রের উওর স্যার আপনার স্ত্রী 25 বছরের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেলেন। এটি লজিক্যাল, কিন্তু লিগাল নয়।
শিক্ষক মহাশয় ক্লাশ ছেড়ে সেই যে নিরুদ্দেশ হলেন, এখনো সন্ধান মেলেনি।
পূর্ববর্তী:
« রোম কখন তৈরি হয়েছিল
« রোম কখন তৈরি হয়েছিল
পরবর্তী:
লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে »
লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে »
Leave a Reply