দুই শিকারীর দেখা। প্রথম জন বললেন, ‘কাল একটা ইয়া বড় ভালুক মেরেছি!’
দ্বিতীয় শিকারী: কিভাবে?
প্রথম শিকারী: একটা গুহার মুখে দাঁড়িয়ে শিস দিয়েছিলাম। তারপরই বেরিয়ে এলো ভালুকটি। দুম করে ছুঁড়লাম গুলি! ব্যস, খেল খতম।
সপ্তাহখানেক বাদে তাদের আবার দেখা। দ্বিতীয় শিকারী আপাদমস্তক ব্যান্ডেজে মোড়ানো। প্রথম শিকারী জিজ্ঞেস করল, ‘কী করে হলো এমন?’
দ্বিতীয় শিকারী: আরে তোমার কথামতো গিয়েছিলাম এক গুহার সামনে। শিস দিলাম, আর হুস করে ছুটে এলো একটা পাতাল ট্রেন!
Add to favorites 0
Leave a Reply