খোকাবাবু স্কুল থেকে ফিরেছে। মা কাছে ডেকে জানতে চাইল,
‘আজ স্কুলে কী করলে খোকা?’
খোকা সহজভাবে উত্তর দিল ‘যেমন খুশি তেমন লিখো’ খেললাম মা।
মা তো রেগে আগুন। ‘সেকি, তোমাদের না আজ অঙ্ক পরীক্ষা হওয়ার কথা!’
খোকাবাবু নিশ্চিন্তে উত্তর দিল, ‘মামণি, আমি তো সেটার কথাই বলছি।’
Add to favorites 0
Leave a Reply