বাবু বলল জাভেদকে, বল দেখি, খালি পেটে তুই কয়টা আপেল খেতে পারবি?
জাভেদ: পাঁচটা।
বাবু: উঁহু, খালি পেটে তুই একটা আপেলই খেতে পারবি। কারণ, একটা আপেল খাওয়ার পর তোর পেট আর খালি থাকবে না।
জাভেদ: বাহ, মজার কৌতুক তো! আমি আজই এই কৌতুকটা ফারাহকে বলব।
সেদিন বিকেলে ফারাহর সঙ্গে দেখা হলো জাভেদের।
জাভেদ: বল তো, খালি পেটে তুই কয়টা আপেল খেতে পারবি?
ফারাহ: সাতটা।
জাভেদ: ধুর, পাঁচটা বললে একটা মজার কৌতুক হতো!
Add to favorites 0
Leave a Reply